Logo
Logo
×

বিনোদন

নজরুল পুরস্কার পেলেন শিল্পী শাহীন সামাদ

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৯:২৬ পিএম

নজরুল পুরস্কার পেলেন শিল্পী শাহীন সামাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমিতে বুধবার সকালে একক বক্তৃতা, নজরুল পুরস্কার ২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নজরুলসংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত শিল্পী শাহীন সামাদকে বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়। 

শিল্পী শাহীন সামাদের হাতে নজরুল পুরস্কারের সম্মাননাপত্র, ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। 

‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শানিতরূপ’ প্রতিপাদ্যে নজরুলবিষয়ক একক বক্তৃতা দেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল­াহ। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর প্রয়াণে এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

শিল্পী শাহীন সামাদ বলেন, নজরুল আমাদের সারা জীবনের চর্চা ও সাধনার বিষয়। বাংলা একাডেমির প্রদত্ত নজরুলবিষয়ক এ অমূল্য সম্মাননা আমার শিল্পীজীবনে অত্যন্ত গর্ব ও আনন্দের বার্তা বয়ে এনেছে। 

মুহম্মদ নূরুল হুদা বলেন, তিনিই তো সেই উদয়পথের কবি, যিনি বলেছিলেন ‘বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক’। অপরদিকে বঙ্গবন্ধুও কখনোই আপসরফা কিংবা সমর্পণের রাস্তায় স্বাধীনতার কথা বলেননি। বরং নজরুলের মতোই গোটা জাতির বুকে বিদ্রোহের আগুন প্রজ্বালিত করেছেন এবং তাদের অনিবার্য স্বাধীনতার দাবিতে ঐক্যবদ্ধ করেছেন। 

এএফএম হায়াতুল্লাহ বলেন, ১৯২২-এর শেষে নজরুল যে অগ্নিবীণা বাজিয়েছেন, এর ঠিক অর্ধশতাব্দী পর অর্থাৎ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অগ্নিবীণার সুর সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন স্বাধীনতার অগ্নিমন্ত্ররূপে। 

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, নজরুল ও বঙ্গবন্ধু বাংলা, বাঙালি এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তার নাম। তাদের সারা জীবনের সংগ্রামের মূল প্রতিপাদ্য ও গন্তব্য ছিল বাংলার খেটে খাওয়া, দুঃখী মানুষের সার্বিক মুক্তি ও সমৃদ্ধি।

নজরুলের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ড. শাহাদাৎ হোসেন নিপু ও রুবিনা আজাদ। নজরুলগীতি পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী ও রাহাত আরা গীতি।

নজরুল পদক পেলেন চার গুণী: ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলের ১২৪তম জন্মজয়ন্তীতে দুটি ক্যাটাগরিতে চার গুণী পেলেন নজরুল পদক-২০২৩। 

তারা হলেন নজরুল গবেষক যুক্তরাষ্ট্রের নাগরিক প্রফেসর উইনস্টন ই-লেংলি, নজরুল স্মৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, নজরুল সংগীত চর্চার জন্য কবি নজরুলের নাতনি খিলখিল কাজী ও কবির রচিত সংগীতচর্চায় অবদানের জন্য নীলুফার ইয়াসমিন (মরণোত্তর)। 

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। 

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, কবি নজরুলের নাতনি খিলখিল কাজী, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. সুমিতা চক্রবর্তী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম