Logo
Logo
×

বিনোদন

মাকে নিয়ে নির্মিত গানে মাজেদ-ইউসুফ প্রশংসিত

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০২:৩৮ এএম

মাকে নিয়ে নির্মিত গানে মাজেদ-ইউসুফ প্রশংসিত

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে ওয়াই বিটস নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল ‘রেখো যতনে’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন আলোকচিত্রী মাজেদ চৌধুরী। সুর, সংগীতায়োজনের পাশাপাশি এটি গেয়েছেন ইউসুফ আহমেদ খান।

প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন গীতিকার মাজেদ চৌধুরী ও শিল্পী ইউসুফ আহমেদ খান। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশংসাসূচক মন্তব্যও করেছেন।

এ প্রসঙ্গে গীতিকার মাজেদ চৌধুরী বলেন, ‘মা দিবসকে উপলক্ষ্য করেই এ গানটি প্রকাশ করা হয়েছে। চেষ্টা করেছি বাবা মায়ের ভালোবাসাকে অনুভব করে পরম আবেগ দিয়ে গানটি লেখার। অনেকেই গানটির জন্য ধন্যবাদ জানাচ্ছেন,  অনুপ্রেরণা দিচ্ছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা রইলো।’

ইউসুফ আহমেদ খান বলেন, ‘প্রত্যেকেরই বাবা মায়ের প্রতি রয়েছে অসীম ভালোবাসা। শুধু একটা কথাই বলবো, বাবা মা বেঁচে থাকতে তাদের যত্ন নিন, যতো পারেন ভালোবাসুন। প্রাণভরে ভালোবাসুন। এ গানটি প্রকাশের পর আমি এতো সাড়া পাব ভাবিনি। শ্রোতা দর্শকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’মাজেদ চৌধুরী জানিয়েছেন, তার লেখা আরো কয়েকটি গান শিগগিরই প্রকাশ হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম