Logo
Logo
×

বিনোদন

লুঙ্গি পরে কান উৎসবে বাংলাদেশি পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৩:৩৬ পিএম

লুঙ্গি পরে কান উৎসবে বাংলাদেশি পরিচালক

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম শাখায় প্রিমিয়ার হয় অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির। 

গতকাল শুক্রবার সেখানকার স্থানীয় সময় সন্ধ্যায় এটি প্রিমিয়ার হয়। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

কান উৎসবে অংশ নিতে ছবির পরিচালক অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি এখন সেখানে অবস্থান করছেন। ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে পরিচালক অরণ্য আনোয়ার লুঙ্গি ও পাঞ্জাবি পরেছেন। ফেসবুকে লুঙ্গি ও পাঞ্জাবি পরা ছবি পোস্টও করেছেন তিনি।

এর কারণ হিসেবে পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে— আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবি। আমার ভাবনা ছিল— পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, ফিল্মের বাজারে যাচ্ছি।  এখানে আমি আমার ঐতিহ্যকে, উৎসকে তুলে ধরতে পারি। এই অসাধারণ একটি সুযোগ আছে আমার। সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য আমি লুঙ্গি এবং আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরেছি। আর আমার ছবির পার্টনার পুলক কান্তি টি–শার্ট আর মাথায় জাতীয় পতাকা বেঁধেছেন।’

‘পরিচালক অরণ্য আনোয়ার জানান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। ২৬ মে বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম