Logo
Logo
×

বিনোদন

হ্যালো...

সমালোচনা কাজের গতি বাড়িয়ে দেয়

Icon

হাসান সাইদুল

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১১:০৮ এএম

সমালোচনা কাজের গতি বাড়িয়ে দেয়

এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিয়মিত অভিনয় করছেন একক নাটকে। গত ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। বর্তমানে নতুন নাটক নিয়ে ব্যস্ত আছেন, কাজ করছেন ওয়েব সিরিজেও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
** রোজার ঈদের বিশ্রাম শেষে কাজ শুরু করেছি অনেকদিন হয়ে গেল। এখন করছি কুরবানির ঈদের কাজ। সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং করেছি। নাম ‘আউটসাইডার’। এটি একক নাটক। সুন্দর একটি গল্প। আমার চরিত্রও দারুণ। এছাড়া কুরবানির ঈদের জন্য যেসব স্ক্রিপ্ট পাচ্ছি সেগুলোও পড়ছি। শিগ্গির বাছাইকৃত কাজগুলো শুরু করব।

* গত ঈদে আপনার অভিনীত নাটক থেকে কেমন সাড়া পাচ্ছেন?

** ভালো সাড়া পাচ্ছি। অনেক নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছি। প্রচারে আসার পর দর্শকদের আগ্রহ ভালোই টের পাচ্ছি। এখন তো খোঁজখর নেওয়া সহজ। ইউটিউবে যখন দর্শকরা একক নাটক ও সিরিজ দেখে তখন সরাসরি মন্তব্য করেন। আমার অভিনীত ‘প্রিয় পরিবার’, ‘জোছনাহারা’, ‘পথে হলো পরিচয়’সহ অনেক নাটক দেখে দর্শক ভালোলাগার কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমেও প্রশংসা করেছেন। গতবারের তুলনায় এবার অনেক কম নাটকে অভিনয় করেছি। পুরোনো কিছু কাজও প্রচার হয়েছে। আলাদা সব চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছি। এ কারণে নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন।

* মাঝে মাঝে তো সমালোচনাও করে দর্শক। সেটা কী মন খারপ করে দেয়?

** খুব বেশি সমালোচনা পাই না। তবে সমালোচনা পেলে নিজের কাজের প্রতি আরও যত্নবান হই। দর্শক আমার কাজের প্রাণ। তাদের সমালোচনাও আমার জন্য উপহার। সমালোচনা শুনলে আরও ভালো কীভাবে করা যায় সেটাই ভাবি। তাই সমালোচনা শুনে আমার একদমই মন খারাপ হয় না। বরং কাজের গতি বাড়িয়ে দেয়।

* বর্তমানে টেলিভিশন নাটকের মূল্যায়ন কীভাবে করছেন?

** নাটকের ইন্ডাস্ট্রি নিয়ে আমার ধারণা সব সময়ই ইতিবাচক। অনেক নাটক হচ্ছে। তবে ভালো গল্পের দর্শক আছে, কিন্তু নাটক কম। বারবারই তা প্রমাণ হচ্ছে। সীমিত সময়, সীমিত বাজেট সবকিছুর মধ্য থেকেই আমরা কাজ করছি। তরুণ নির্মাতার পাশাপাশি অনেক নতুন শিল্পীও এসেছেন ইন্ডাস্ট্রিতে। অনেকেই ভালো কাজ উপহার দিচ্ছেন। সামনে আরও ভালো কাজ হবে। তবে সবার কাজের প্রতি উৎসাহী হতে হবে। শিল্পীদের ভাঙতে হবে। পাশাপাশি নির্মাতা প্রযোজকদেরও যত্নবান হতে হবে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম