Logo
Logo
×

বিনোদন

কোরিয়ান পপ স্টারের পাশে আলিয়াকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৫:৫৫ পিএম

কোরিয়ান পপ স্টারের পাশে আলিয়াকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা

ছবি: সংগৃহীত

কোরিয়ান পপ সুপারস্টার লি জি-উন তথা আই ইউ বসেছেন একেবারে আলিয়ার পাশেই। তাদের পাশাপাশি বসার সেই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ভক্তরা। অনেকেই তাদের ছবিটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

কোরিয়ান পপ বা কে-পপ তারকাদের তালিকায় যার নামটি প্রথমেই উচ্চারিত হয়, তিনি লি জি-উন। তবে ভক্তদের কাছে তার পরিচিতি ‘আই ইউ’ নামে। এই নামেই তিনি গান করেন, স্টেজে তোলেন ঝড়। এই দক্ষিণ কোরিয়ান তারকার সঙ্গে দেখা হলো বলিউড তারকা আলিয়া ভাটের। তাদের সাক্ষাতের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘গুচি’র গ্লোবাল শুভেচ্ছাদূত হয়েছেন আলিয়া ভাট। তিনিই প্রথম ভারতীয়, যিনি এই ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ পেলেন।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ‘দ্য গুচি ক্রুজ ২০২৪’ শীর্ষক সেই জমকালো আয়োজনে অংশ নেন আলিয়া। এতে আরও অনেক বৈশ্বিক তারকার উপস্থিতি দেখা গেছে। যেমন হ্যারি স্টাইলস, ডাকোটা জনসন, শিন মিন-আ ও আই ইউ প্রমুখ।

এর আগে ‘গুচি’র শুভেচ্ছাদূত হয়ে আলিয়া ভাট বলেছেন, শুধু ভারতে নয়, গোটা বিশ্বে গুচির প্রতিনিধিত্ব করব ভেবে সম্মানিত বোধ করছি। 

তথ্যসূত্র: পিঙ্কভিলা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম