Logo
Logo
×

বিনোদন

হাসপাতালে কেমন যাচ্ছে পরীমনির দিন?

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৪:০০ পিএম

হাসপাতালে কেমন যাচ্ছে পরীমনির দিন?

তিন দিন আগেই জ্বরে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। শুরুতে ভেবেছিলেন, এমনিতেই সেরে যাবে। কিন্তু না, তা হয়নি। জ্বরের মাত্রা বাড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। 

পরীমনি জানালেন, ১০৩ ডিগ্রি জ্বর। শরীর ক্রমেই খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে আছেন। সঙ্গে আছে তার ১০ মাস বয়সী সন্তান রাজ্যও।

গতকাল মঙ্গলবার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি। তিনি লিখেছেন, গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেওয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডাক্তার রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কী লিখব! গলাটা ধরে এলো কান্নায়…।

এদিকে পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তির অপেক্ষায়। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান এবং তার মায়ের সত্য ঘটনা অবলম্বনে এ সিনেমা তৈরি হয়েছে।

‘মা’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেনসহ অনেকে।

‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম