Logo
Logo
×

বিনোদন

কোন দলকে সমর্থন জানাতে ইডেন গার্ডেনে জ্যাকুলিন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৩:০১ পিএম

কোন দলকে সমর্থন জানাতে ইডেন গার্ডেনে জ্যাকুলিন?

মাঝে মধ্যেই দলকে সমর্থন জানাতে মাঠে হাজির থাকেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। আর কলকাতায় যদি খেলা হয় তা হলে তাকে ইডেন গার্ডেনের বি ব্লকের ব্যালকনিতে দেখা যায়। তবে বৃহস্পতিবারের ম্যাচে শাহরুখ নন, বরং দেখা গেল জ্যাকুলিন ফার্নান্দেজকে।

কলকাতায় সালমান খানের ট্যুরের অংশ হিসেবে সেখানে গেছেন জ্যাকুলিন। আর তার মাঝেই কেকেআরকে সমর্থন জানাতে পৌঁছে গিয়েছিলেন ইডেন গার্ডেনে। তাকে এদিন ক্রিকেটের নন্দন কাননের সেই বিখ্যাত বি ব্লকের ব্যালকনিতে দেখা যায়।

একটি কালো রঙের স্লিভলেস টিশার্ট পরেছিলেন তিনি। এই টিশার্টের বুকে ছিল কলকাতা নাইট রাইডার্সের লোগো। সঙ্গে পরেছিলেন ডেনিম স্কার্ট। এদিন অভিনেত্রীকে একদম খোশ মেজাজে দেখা গেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গলা ফাটান তিনি। এমনকি ছবি তোলেন ভক্তদের সঙ্গে। ব্যালকনি থেকেই তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন।

তবে কেকেআর এদিন ভক্তদের বেজায় হতাশ করেছেন। ৯ উইকেটে পরাজয় হয়েছে রিঙ্কুদের। আপাতত তাদের প্লে অফে যাওয়ার স্বপ্ন এই বছরের মতো প্রায় শেষ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম