Logo
Logo
×

বিনোদন

রাজিবের জন্মদিনে যা বললেন মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১০:৪২ পিএম

রাজিবের জন্মদিনে যা বললেন মেহজাবীন

ছবি: সংগৃহীত

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আদনান আল রাজিবের একটি ছবি ট্যাগ করে পোস্ট করেন অভিনেত্রী মেহজাবীন। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘শুনেছি আকাশের সীমা রয়েছে। সেই আকাশ হোক তোমার দৃষ্টিকোণ। শুভ জন্মদিন।’

টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিবের জন্মদিন বৃহস্পতিবার। প্রথম প্রহরে তাকে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আদনান আল রাজিব ও মেহজাবীনের সম্পর্কের গুঞ্জন রয়েছে অনেক আগে থেকেই। সোশ্যাল মিডিয়ায় এক সময় দুজনের ছবি প্রকাশের পর সেই গুঞ্জনের শুরু। 

২০১৮ সালে এই অভিনেত্রী আদনানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন- ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজের ওপর বিশ্বাস রাখো এবং তুমি সেখানে থাকবে।’ 

এছাড়া বেশ কয়েকবার তাদের বিয়ের গুঞ্জন শোনা গেছে। অবশ্য ব্যক্তিগত বিষয় হওয়ায় এ নিয়ে কেউই কোনো মন্তব্য করেননি।

পরিচালনার পাশাপাশি আদনান আল রাজিব একজন প্রযোজক এবং চিত্রনাট্যকার। তাঁর পরিচালিত কয়েকটি নাটক দর্শকমহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে। ১৯৮৭ সালের ১১ মে তার জন্ম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম