চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রাখেন। এবার তিনি নতুন এক দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দলের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন তিনি।
তিন দিনের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের কলকাতায় আছে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল। শনিবার দেশত্যাগ করে তারা। তাদের হয়ে প্রচার করবেন এ অভিনেত্রী।
নিপুণ বলেন, আমার জন্য এটা অনেক সম্মানের দায়িত্ব। আশা করছি আমাদের দল এবার খুব ভালো করবে। সবারই প্রত্যাশা এমন। দলের প্রতিটি খেলোয়াড় বেশ আত্মপ্রত্যয়ী। তিনটি ম্যাচই তারা জিততে মরিয়া। এমন একটি দলের সঙ্গী হতে পেরে আমি আনন্দিত।
২০১৬ সালে সারা দেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল গঠন করেন প্রতিবন্ধী হেদায়েতুল আজিজ মুন্না। দিল্লিতে ২০১৭ সালে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম টি-টোয়েন্টি খেলতে প্রথমবার ভারতে যায়। দেশের বাইরে হুইলচেয়ার ক্রিকেট খেলায় অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিমই ছিল প্রথম দল।