Logo
Logo
×

বিনোদন

ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করতে চাই: মিশা সওদাগর

Icon

 হাসান সাইদুল 

প্রকাশ: ১০ মে ২০২৩, ১০:২৪ এএম

ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করতে চাই: মিশা সওদাগর

বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। গত ঈদুল ফিতরে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমার সাফল্য, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* এবারের ঈদে আপনার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেল। কেমন সাড়া পেলেন?

** ভালোই সাড়া পাচ্ছি। এখনো প্রেক্ষাগৃহে দর্শক যাচ্ছে, খুব ভালো লাগছে এসব দেখে। পাশাপাশি দর্শকরা নিজের ভালোলাগা, মন্দলাগাও প্রকাশ করছেন। সব মিলিয়ে অনেক আনন্দ লাগছে।

* প্রত্যেকটি সিনেমায় প্রায় কাছাকাছি সময়ে আলাদা আলাদা চরিত্র ধারণ করেছেন। সমস্যা হয়নি?

** একজন অভিনেতা বা শিল্পীর কাজ হচ্ছে অভিনয় করা। একজন নির্মাতা আমাকে যে চরিত্র দেবেন বা যা করতে বলবেন আমি সেটাই করার চেষ্টা করছি, করেছি। আমি মনে করি একজন শিল্পী যদি তার পেশাগত কাজে মনোযোগী হয়, তাহলে ভিন্ন ভিন্ন চরিত্র নিজের ভেতর লালন করতে কষ্ট হবে না। আমার ভালো লাগছে যে, সব চরিত্রই দর্শক পছন্দ করেছে।

* পাঁচটি সিনেমায় নায়কের সঙ্গে কাজ করেছেন অভিজ্ঞতা কেমন ছিল?

** খুব ভালো অভিজ্ঞতা। যাদের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে এমন নয় যে, প্রথমবার কাজ করেছি। সবার সঙ্গেই আমার একাধিকবার আলাদা সিনেমায় কাজ করা হয়েছে। সে জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি। তবে অভিনয়ের বেলায় পরিশ্রমের মাত্রাটা ঠিক ছিল। আমাকে যেভাবে করতে বলা হয়েছে, আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

* ঈদে আপনাকে নাটকেও অভিনয় করতে দেখা গেছে। এটি কি পছন্দের জায়গা থেকে করেছেন?

** আমি মূলত ভালো কাজ করতে চাই। মাধ্যম যেটাই হোক, সেটি মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে, ভালো কাজ। যে নাটকে অভিনয় করেছি সেটির গল্প ভালো ছিল। এর আগে ওটিটিতেও আমি কাজ করেছি। আগামীতেও করব, যদি ভালো কাজ পাই। আমি মনে করি আমার আরও দেওয়ার আছে। ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করতে চাই।

* এ মুহূর্তে হাতে কয়টি সিনেমা আছে?

** এখন দশের অধিক সিনেমার কাজ হাতে রয়েছে। এর মধ্যে কয়েকটি সিনেমার কাজ শেষ হয়েছে। কয়েকটি সিনেমার কিছু অংশের কাজ হয়েছে। আগামী ঈদুল আজহায়ও আমার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাবে। যে সিনেমাগুলোর কাজ শেষ করেছি সবকটিতে আমাকে ভিন্নরূপে দর্শকরা আবিষ্কার করতে পারবেন। আশা করি সবার পছন্দ হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম