Logo
Logo
×

বিনোদন

সম্মাননা পাচ্ছেন তিশা ও ইমরানের মা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৫:০১ এএম

সম্মাননা পাচ্ছেন তিশা ও ইমরানের মা

গরবীনি মা’ সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তারকা নুসরাত ইমরোজ তিশা ও সংগীতশিল্পী ইমরানের মা।

 
আগামী ১৪ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজনটির উদ্যোক্তা ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

গত কয়েক বছর ধরে প্রতি বছরই এই হাসপাতালের উদ্যোগে সম্মাননাটি দেওয়া হচ্ছে। সে ধারাবাহিকতায় এবার পাচ্ছেন তিশা ও ইমরানের মা।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, এমপি এবং সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।

‘গরবিনী মা’র প্রধান উদ্যোক্তা ও আয়োজক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের গর্বিত মা’দের এ সম্মাননা বিগত নয় বছর যাবত প্রদান করছি আমরা। এ বছর সংস্কৃতি অঙ্গন থেকে অভিনেত্রী তিশা, অভিনেতা রওনক ও সঙ্গীতশিল্পী ইমরানের মাকেও আমরা সম্মাননা প্রদান করছি।’

সংগীতশিল্পী ইমরান বলেন, ‘আমার কাজকে মূল্যায়ন করে আমার মাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালোলাগার। আম্মাকে এমন একটি আয়োজনে সম্মানিত হবার মুহূর্তটি দেখার অপেক্ষায় আমি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম