
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
ইউরোপের ৩ দেশে গান গাইতে গেলেন আঁখি আলমগীর

বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১০:৫০ এএম

আরও পড়ুন
গানের কনসার্টে অংশ নিতে ইউরোপ গিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গতকাল রাতের ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন।
এই ট্যুরে তিনি গান করবেন বেলজিয়াম, প্যারিস ও ইতালিতে। তিনটি স্টেজ শো শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
যাওয়ার আগে যুগান্তরকে বলেন, ‘রোজার মাসে কোনো শো করিনি। ঈদ উপলক্ষ্যে ইউরোপের তিনটি দেশে শো করার বিষয়টি আগেই ফাইনাল করা ছিল। এবার সেগুলো করতে যাচ্ছি। আশা করছি ভালো একটি ভ্রমণ হবে।’
এদিকে ঈদ উপলক্ষ্যে এ সংগীতশিল্পীর কণ্ঠে দুটি নতুন গানও প্রকাশ হয়েছে। এগুলোর একটির শিরোনাম ‘কোথায় রেখেছ আমায়’।
এসব গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি সবসময় ভালো গানের পক্ষে, ভিউয়ের নয়। নিজেও ভালো গান গাইবার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পছন্দ করি। একটি ভালো গান ঘিরে আমার যে টার্গেট, তা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। এটাই আমার প্রাপ্তি।’