Logo
Logo
×

বিনোদন

কলকাতা থেকে প্রকাশ হলো রাজিয়া মুক্তির নতুন গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৭ এএম

কলকাতা থেকে প্রকাশ হলো রাজিয়া মুক্তির নতুন গান

প্রখ্যাত গীতিকার মোহিনী চৌধুরীর লেখায় বাংলাদেশি কণ্ঠশিল্পী রাজিয়া মুক্তির নতুন গান—  সূর্য এবার নতুন আকাশে জাগো কলকাতা থেকে প্রকাশ করা হয়েছে।  

সাগরে যে ঘর বেঁধেছে— শিরোনামে আরেকটি গান গত শুক্রবার প্রকাশ করা হয়েছে।  গান দুটির সুর করেছেন মোহিনী চৌধুরীর বড় ছেলে ভবিষ্যৎ চৌধুরী।

সংগীতায়োজনের পুরো কাজই কলকাতা থেকে করা হয়েছে। মোহিনী তনয় চিত্র পরিচালক দিগ্বিজয় চৌধুরী তার বাবার স্বাধীনতা সময়কালের লেখা গান দুটি বাংলাদেশের কষ্ঠশিল্পী রাজিয়া মুক্তিকে দিয়ে গাইয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার গান দেশটির একজন শিল্পীকে দিয়ে গাওয়ানোটাই যথার্থ মনে করেছি।। এ ক্ষেত্রে রাজিয়া মুক্তিকে উপযুক্ত মনে হয়েছে।

বাংলাদেশের গুণী শিল্পী সঞ্জয় রায় পরিচালিত অনুষ্ঠানে বাবার লেখা— সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া 'কি মিষ্টি দেখ মিষ্টি' গানটি রাজিয়ার কণ্ঠে প্রথম শুনি। এর পর থেকে আরও গান আমি ওর কণ্ঠে শুনি। ওর কণ্ঠের স্বকীয়তা ও স্বর যথেষ্ট মানসম্পন্ন।

 

ভয়েস ডাবিং ছাড়া বাকি সব কাজই কলকাতা স্টুডিও থেকে করা হয়েছে। রাজিয়া মুক্তির সংগীত ক্যারিয়ার দীর্ঘদিনের। তিনি ছোটবেলা থেকেই গান শিখেছেন। পড়াশোনার পাশাপাশি গানেও তার সাফল্য সবসময় বহমান ছিল।

ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসাবে গান করে আসছেন। সংগীত জীবনে পারিবারিক ঝামেলায় কিছুটা ছেদ পড়লেও গান চর্চায় মনোযোগী ছিলেন এবং অল্প অল্প করে সবসময় গান নিয়ে এগিয়েছেন।

তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিতভাবেই গান গেয়ে আসছেন। ২০১৮ সালে 'আমার ভিতর বাহির' শিরোনামে জি সিরিজ থেকে তার প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয়।

 

তার গাওয়া দুটি গান যথেষ্ট সমাদৃত হয় এবং আমি একা গানটি পপনেবল টপচার্টেও স্থান পায়। তিনি আধুনিক গানের পাশাপাশি নজরুল সংগীতও গেয়ে থাকেন।  

বাংলাদেশের অসংখ্য গুণী গীতিকার ও সুরকারের গান গেয়েছেন রাজিয়া মুক্তি। তাদের সংস্পর্শ তার গানকে সমৃদ্ধ করেছে বলে তিনি মনে করেন।

মোহিনী চৌধুরীর 'মুক্তির মন্দির সোপানতলে' গানটি এখনো দেশপ্রেমের উদ্দীপনা জাগায়। এমন একজনের লেখা গান গাইতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছেন রাজিয়া মুক্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম