জুনাইদ আল হাবিবের কণ্ঠে মরমি সংগীত ‘সাজিয়ে গুজিয়া দে মোরে’
মুহাম্মদুল্লাহ
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১১:৫৯ এএম
জনপ্রিয় তরুণ আলোচক জুনাইদ আল হাবিবের কণ্ঠে রিলিজ হলো ইসলামিক মরমি সংগীত ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’।
গানটি ইসলামিক মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও ওয়ানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার রিলিজ হয়েছে। লিরিক লিখেছেন নাসির আহমদ অপু।
জুনাইদ আল হাবিব বলেন, আমাকে যারা পছন্দ করেন, তাদের অনেকেই অনুরোধ করেছিলেন আমি যেন ইসলামিক কোনো গান রেকর্ড করি। তাদের অনুরোধ রক্ষার্থে এবং আমার ভালো লাগা থেকে পছন্দের এই গানটি গেয়েছি।
তিনি বলেন, এই গান মূলত মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। আর মানুষ যখন বেশি বেশি মৃত্যুর কথা মনে করে, তখন তার দ্বারা অযাচিত এবং গুনাহের কাজ কম হয়। আমার এই গান থেকে একজন মানুষও যদি এক মুহূর্তের জন্য গোনাহ থেকে বেঁচে থাকে, তা হলে এটি ছোট কোনো পাওয়া নয়।