Logo
Logo
×

বিনোদন

ঘর ভাঙল রিজ-টথের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৬:১২ পিএম

ঘর ভাঙল রিজ-টথের

মার্কিন বিনোদন বিষয়ক অনলাইন পত্রিকা রাডার অনলাইন জানিয়েছে, চলতি সপ্তাহেই ন্যাশভিলের আদালতে স্বামী জিম টথের থেকে আলাদা হতে আবেদন করেছেন হলিউড তারকা রিজ উইদারস্পুন। 

বিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে রিজ-টথ লিখেছেন- ‘আমরা বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আলাদা হয়ে গেলেও পরস্পরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকবে। আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তান। আশা করি এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন।’

১২ বছরের বিবাহিত জীবনে রিজ ও টথের সংসারে এক পুত্রসন্তান আছে। জানা গেছে, মার্কিন এনএফএল তারকা টম ব্র্যাডির সঙ্গে রিজের সম্পর্কের কারণেই রিজ-টথের সংসারে ফাটল ধরে। 

১৯৯৯ সালে প্রথম বিয়ে করেন রিজ, অভিনেতা রায়ান ফিলিপের সঙ্গে সেই সংসার টিকেছিল ২০০৭ পর্যন্ত। আগের সংসারে অভিনেত্রীর এক পুত্র ও এক কন্যাসন্তান আছে।

২০১০ সালের শুরুর দিকে টথের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ২০১১ সালে টথকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রিজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম