Logo
Logo
×

বিনোদন

প্রথমবার সিনেমার সূচনা সংগীত গাইলেন নোলক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১২:০১ এএম

প্রথমবার সিনেমার সূচনা সংগীত গাইলেন নোলক

দেড় দশকেরও বেশি সময় গানের জগতে বিচরণ করছেন নোলক বাবু। এ সময়ে অডিও গানের পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। তবে এবার ক্যারিয়ারে প্রথমবার সিনেমার সূচনা সংগীত গাইলেন তিনি। সিনেমার নাম ‘আহারে জীবন’। 

সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। সিনেমাটির সূচনা সংগীতের শিরোনামও ‘আহারে জীবন’। 

গানটি লিখেছেন জাকির হোসেন রাজু, সুর করেছেন এস আই শহীদ, সংগীতায়োজন করেছেন রাফি। এরই মধ্যে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

প্রথমবারের মতো সিনেমার সূচনা সংগীত গেয়ে ভীষণ উচ্ছ্বসিত নোলক। তিনি বলেন, ‘এর আগে আমি দশটি সিনেমায় গান গেয়েছি। কিন্তু এবারই প্রথম সূচনা সংগীত গেয়েছি। এটা আমার জন্য অনেক অনেক ভালোলাগার।

যখন গানটির ভয়েজ দেই, তখন শ্রদ্ধেয় ছটকু আহমেদ স্যার ছিলেন। আমার কণ্ঠে এ গানটি শুনে তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। তিনি বলেছিলেন, এ গানটি তার সিনেমার জন্য একটি মাইলফলক গান হয়ে থাকবে। আমি অনেক দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। জানি না শ্রোতা-দর্শকের কতটা ভালো লাগবে। তবে এটা নিশ্চিত বলতে পারি আমি আমার সংগীত জীবনে এমন গান খুব কম পেয়েছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম