Logo
Logo
×

বিনোদন

দক্ষিণী সিনেমায় বলিউড তারকারা কত পারিশ্রমিক নেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৩:৩১ পিএম

দক্ষিণী সিনেমায় বলিউড তারকারা কত পারিশ্রমিক নেন?

সময়ের পরিক্রমায় বলিউড আর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য নিরসন হচ্ছে। দক্ষিণের বেশ কিছু তারকা যেমন বলিউড ইন্ডাস্ট্রিতে এসে কাজ করছেন, তেমনই বলিউডের তারকারাও দক্ষিণী সিনেমায় আগ্রহ দেখাচ্ছেন। তবে একটা সময় ব্যাপক ফারাক ছিল উভয়ের মধ্যে।

সামান্থা রুথ প্রভু, রাশমিকা মান্দানার মতো তারকারা হিন্দি সিনেমায় কাজ করে আলোচনায় এসেছেন যেমন, তেমনই এখন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর এবং কিয়ারা আদভানি দক্ষিণে যাচ্ছেন কাজ করতে। তবে অনেকেই তাদের পারিশ্রমিক জানতে আগ্রহী।

দীপিকাকে দেখা যাবে নাগ অশ্বিনের পরিচালনায় ‘প্রজেক্ট কে’ সিনেমায়। দক্ষিণের তারকা প্রভাস থাকবেন তার বিপরীতে। প্যান-ইন্ডিয়ান সিনেমায় অভিনয়ের জন্য তিনি বিরাট পারিশ্রমিক হেঁকেছেন। তেলেগু প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি রুপি নিচ্ছেন দীপিকা, ‘প্রজেক্ট কে’-র জন্য।

জাহ্নবী কাপুরও পা রাখতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রে। জন্মদিনে প্রকাশ্যে এনেছেন নতুন সিনেমার সম্ভাব্য নাম- ‘এনটিআর-৩০’। ‘আরআরআর’ অভিনেতা জুনিয়র এনটিআরের সঙ্গে এ সিনেমায় অভিনয় করবেন তিনি। জানা গেছে, ৫ কোটি রুপি পারিশ্রমিক নেবেন জাহ্নবী এ সিনেমার জন্য।

অভিনেত্রী কিয়ারা আদভানি আগে একটি দক্ষিণী ভারতীয় সিনেমায় অভিনয় করেছিলেন মহেশ বাবুর বিপরীতে। জানা যাচ্ছে, নতুন একটি সিনেমায় রাম চরণের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন কিয়ারা। সিনেমার নাম ‘আর সি ১৫’। আর শেখরের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করার জন্য কিয়ারা নাকি ৪ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

দক্ষিণের সিনেমাতে এখনো আলিয়া ভাটকে মূল চরিত্রে দেখা যায়নি। তবে অস্কারজয়ী ‘আরআরআর’ সিনেমায় আলিয়া ভাট ছিলেন অতিথি চরিত্রে। চরিত্রটির নাম ছিল সীতা। রাম চরণ অভিনীত চরিত্রের প্রণয়ীর ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া। উপস্থিতি খুব বেশি সময়ের ছিল না, তবু এর জন্য ৯ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আলিয়া।

বলিউডে অজয় দেবগন এখন ব্যস্ত পরিচালক। চলতি মাসের ৩০ তারিখ ‘ভোলা’ মুক্তি পাচ্ছে তার পরিচালনায়। তার অভিনীত শেষ সিনেমা ‘দৃশ্যম’ও দারুণ জনপ্রিয় হয়েছিল। তবে দক্ষিণেও কাজ করেছেন অজয়। তাকেও এক অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’-এ। বিরাট অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি। জানা গেছে, ২৫ কোটি রুপি নিয়েছেন অভিনেতা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম