Logo
Logo
×

বিনোদন

দুঃখী কৃষকের সংলাপ বলতে বলতেই মঞ্চে অভিনেতার মৃত্যু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৯:১৫ এএম

দুঃখী কৃষকের সংলাপ বলতে বলতেই মঞ্চে অভিনেতার মৃত্যু

মঞ্চে ভিন্ন চরিত্রে নিজেকে আত্মিকভাবে মানিয়ে খ্যাতি অর্জন করেন অভিনয় শিল্পীরা। আবার সেই মঞ্চেই জীবনাবসানের ঘটনাও কম নয়। সে রকমই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়।

শনিবার রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে আয়োজিত যাত্রার মঞ্চে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন হাসেম আলী সরকার নামে এক যাত্রাশিল্পী। তার চরিত্রটি ছিল দুঃখী এক কৃষকের। যাত্রা চলাকালে কষ্টদায়ক একটি দৃশ্যে সংলাপ বলতে বলতেই আকস্মিকভাবে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় দর্শক ও সহ-অভিনেতাসহ সবাই ধারণা করছিলেন হাসেম আলী অভিনয় চালিয়ে যাচ্ছেন। অনেক সময় পরও উঠতে না দেখে সহকর্মীরা তাকে উঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আরও জানা গেছে, হাসেম আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য যাত্রাপালায় অভিনয় করেন। গত শনিবার রাতে নান্দিনামধু এলাকায় 'আলমমালার প্রেম' নামের একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেখানেই এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম