Logo
Logo
×

বিনোদন

পরীক্ষায় নকল করতে গিয়ে যেভাবে ধরা পড়েছিলেন শ্রদ্ধা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১১:৪৮ এএম

পরীক্ষায় নকল করতে গিয়ে যেভাবে ধরা পড়েছিলেন শ্রদ্ধা

শিক্ষাজীবনে বিভিন্ন একাডেমিক পরীক্ষায় অনিয়ম বা প্রতারণার আশ্রয় নেন শিক্ষার্থীরা। এটি অনেকে বিপাকে পড়ে নেন; আবার কেউ ইচ্ছা করে এ কৌশলের ফাঁদে পা দেন। এমন ঘটনার সঙ্গে  সম্পৃক্ত নয় এর সংখ্যাটি খুবই নগণ্য হবে। এবার বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এমন প্রতারণায় অংশ নিয়েছিলেন। নিজ মুখেই ঘটনা স্বীকার করে বর্ণনা দিয়েছেন। 

নকল করতে গিয়ে কীভাবে ধরা পড়েছিলেন শিক্ষকের হাতে। ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। শুনিয়েছেন সেই গল্পই। 

অভিনেত্রী শ্রদ্ধা বলেন, আমি একবার একাধিক প্রশ্নের উত্তর লিখে জামার নিচে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম, দারুণ ব্যাপার কেউ বুঝতে পারবে না, ভালো নম্বর পাব। এদিকে আমি যখন উত্তরগুলো দেখে টুকছি, তখন দেখি শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমার শিক্ষক চিৎকার করে উঠলেন শ্রদ্ধা…। শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম। বুঝতেই পারছেন আমি কতবড় মিথ্যাবাদী। 

এদিকে গত ৮ মার্চ মুক্তি পেয়েছে শ্রদ্ধা অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এতে তার বিপরীতে রয়েছে রণবীর কাপুর। বক্স অফিসে সিনেমাটির শুরু ভালোই ছিল। প্রথম দিনে ১৫ কোটি ৭৩ লাখ রুপির ব্যবসা করে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম