Logo
Logo
×

বিনোদন

‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার মিমির, এগিয়ে এলো যারা (ভিডিও)

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১১:৩৬ এএম

‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার মিমির, এগিয়ে এলো যারা (ভিডিও)

কিছু দিন আগেই বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ফ্রান্স থেকে ছুটি কাটিয়ে ফেরার পথে বিমান সংস্থা থেকে দেওয়া খাবারে হঠাৎ চুল পান তিনি।

পরে সেই খাবারের প্লেটের ছবি শেয়ার করেন তিনি। পরে মিমির সেই ‘চুলকাণ্ড’ নিয়ে মুখ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীর তোপের শিকারও হন তিনি। 

এই বাজে অভিজ্ঞতার মধ্যেও সবই সামলাতে হচ্ছে নায়িকাকে। কখনো রাজনীতির মাঠ, আবার কখনো লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ। কিন্তু এবার যেন সরাসরি তার ওপর হামলা! এ দেখেই এগিয়ে আসে দেহরক্ষী দুই কুকুর।

মিমি সোশ্যালে একটি ভিডিও আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের দেহরক্ষী’। 

ভিডিওতে দেখা যায়, মায়ের কোলে শুয়ে আছেন অভিনেত্রী। এ সময় বিপদে পড়লে দুই পোষা কুকুর কী করে তা দেখার জন্য ‘বাঁচাও বাঁচাও’ করে চিৎকার শুরু করেন নায়িকা।

চিৎকার শুনে বিপদের আঁচ বুঝতে পারে টালি তারকার দুই কুকুর। তাই তো রক্ষা করার জন্য ছুটে যায় কুকুর ল্যাব ও হাস্কি। আর তা দেখে হাসির রোল পড়ে যায় মিমির।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম