Logo
Logo
×

বিনোদন

হিরো আলমকে নিয়ে ফের যা বললেন শাহরিয়ার নাজিম জয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১১:১৬ এএম

হিরো আলমকে নিয়ে ফের যা বললেন শাহরিয়ার নাজিম জয়

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলমের ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী উত্তম কুমার নির্মাণ শুরু করেছিলেন ভাস্কর্যটির। সম্প্রতি এর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন হিরো আলম।

এদিকে কয়েক দিন আগে ভাস্কর্যের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম। এর পরই সেই ছবিটি নিজের টাইমলাইনে পোস্ট করে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘হিরো আলমকে নিয়ে যারা লাফায়, তাদের থামাতে পারে একমাত্র সরকার।’ হিরো আলমকে নিয়ে আলোচনা করার ব্যাপারে কথা বলে অবশ্য নিজেই কটাক্ষের মুখে পড়েছেন এ অভিনেতা।

বৃহস্পতিবার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে হিরো আলম প্রসঙ্গে জয় লেখেন, ‘বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো, উন্নত হলো, বিনয়ী হলো, বিবেকবান হলো, কর্মে ব্যস্ত হলো। মানুষের উদারতা এবং ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বিকারহীনভাবে জনগণের ওপর চাপিয়ে দিল এক অদ্ভুত বিনোদন।’

হিরো আলমকে নিয়ে আলোচনা-সমালোচনা ও মাতামাতির জন্য অবশ্য সরকারকে দায়ী করলেন এ উপস্থাপক। এ বিষয়ে তিনি লেখেন— ‘যা রাষ্ট্রের ভাবমূর্তি প্রতিবেশী দেশের কাছে অবিরত নষ্ট করছে, যা প্রকৃত শিল্পীদের অপমান করছে। সরকারকে দায়ী করছি এই কারণে যে, তাকে নিয়ে আমরা যারা লাফাই তাদের থামাতে পারে একমাত্র সরকার।’

এদিকে হিরো আলমের ব্যাপারে কথা বলে নিজেই কটাক্ষের মুখে পড়েছেন। পোস্টের মন্তব্যের ঘরে অধিকাংশ নেটিজেনই আলোচিত হিরো আলমের পক্ষে কথা বলেছেন। মানুষ হিসেবে হিরো আলমের ব্যক্তিস্বাধীনতা রয়েছে বলেও কেউ কেউ উল্লেখ করেছেন।

আবার কেউ মন্তব্য করেছেন, ‘হিরো আলম আপনার থেকে অধিক জনপ্রিয়। তার ভালো একটি মন রয়েছে। বোঝার চেষ্টা করুন। কখনো ইর্ষান্বিত হবেন না।’ আবার একজন জয়ের কাছে প্রশ্ন রেখেছেন— ‘হিরো আলমের প্রতি এত হিংসা কেন?’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম