Logo
Logo
×

বিনোদন

দিলদারের অঙ্গভঙ্গি ছিল দৃষ্টিকটু: চিকন আলী (ভিডিও)

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৭ পিএম

দিলদারের অঙ্গভঙ্গি ছিল দৃষ্টিকটু: চিকন আলী (ভিডিও)

ঢাকাই ছবির জনপ্রিয় কৌতুক অভিনেতা প্রয়াত দিলদার ওভার অ্যাকটিং করতেন। অভিনয়ের সময় তার অঙ্গভঙ্গি ছিল বেশ দৃষ্টিকটু। এমন মন্তব্য করেছেন এ সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা চিকন আলী। 

যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার এবং বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

প্রশ্ন: যেভাবে বড়পর্দায় অভিষেক?

চিকন আলী: প্রয়াত মান্না ভাইয়ের ‘সুলতান’ ছবির মাধ্যমে সিনেমায় আমার অভিষেক। এরপর প্রায় চার শতাধিক ছবিতে অভিনয় করেছি। ‘মনে প্রাণে আছো তুমি’ ছবিটি আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

প্রশ্ন: অভিনয়ের ক্ষেত্রে আইডল মানেন কাকে?

চিকন আলী: অভিনয়ের ক্ষেত্রে আমি সেভাবে কাউকেই আইডল মানি না। নিজের থেকে কিছু করার চেষ্টা করি। সবাইকে নিয়ে গবেষণা করি। তবে তামিল সিনেমার সান্থানাম নামে একজন আছেন তাকে আমি অনুসরণ করি; কিন্তু আইডল মানি না।

প্রশ্ন: কাকে দেখে অনুপ্রাণিত হন?

চিকন আলী: প্রয়াত দিলদার সাহেবকে দেখে অনুপ্রাণিত হই। তবে তিনি ওভার অ্যাকটিং করতেন। তার অঙ্গভঙ্গি আমার কাছে দৃষ্টিকটু লাগত। একদিক দিয়ে দিলদার সাহেব আমার চেয়ে অনেক নিচে- এ কথা বললে লোকে আমাকে পাগল বলবে; কিন্তু এটাই সত্য। তার সময়ে মানুষের বিনোদনের মাধ্যম ছিল শুধু সিনেমা। তিনি যা-ই করতেন মানুষ তাই দেখে বিনোদিত হতেন। আর বর্তমানে মানুষের হাতে হাতে বিনোদনের মাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমের ছোট ছোট ক্লিপ মানুষ বেশি দেখেন। তাছাড়া আমাদের এখন বিশ্বের বড় বড় কমেডিয়ানদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।

প্রশ্ন: আগের মতো কৌতুক অভিনেতা তৈরি হচ্ছে না কেন?

চিকন আলী: তামিল-তেলেগু ছবিতে কমিডিয়ানদের গ্রহণযোগ্যতা হিরোর চেয়ে কম নয়; কিন্তু আমাদের দেশে সেই ছবিটাই কপি করার সময় কমেডি অংশটা ফেলে দেওয়া হয়। আবার অনেক হিরো আপত্তি জানান যে, তার চেয়ে কমেডিয়ানের চরিত্র বেশি গুরুত্ব পাচ্ছে। অথচ ওই ছবিটা কমেডিয়ানের জন্যই চলেছে। শুধু গান, নাচ, অভিনয় দেখতে মানুষ হলে যান না। কমেডি না থাকলে দর্শক ঝিমিয়ে যায়। দর্শক ধরে রাখার জন্য ছবির সঠিক সময়ে সঠিক জায়গায় কমেডির প্রয়োগ করতে হবে।

প্রশ্ন : কৌতুক অভিনেতাদের মধ্যে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন?
চিকন আলী : আমরা যারা বড়পর্দায় অভিনয় করি, তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন এখন ছোটপর্দার অভিনেতারা। কারণ আমার সঙ্গে কারো পারিশ্রমিকে না মিললে নাটকের একজনকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়। এখন তারাই তো আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম