Logo
Logo
×

বিনোদন

‘নাটু নাটু’ গানে নেচে ভাইরাল পাকিস্তানের নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩০ পিএম

‘নাটু নাটু’ গানে নেচে ভাইরাল পাকিস্তানের নায়িকা

বলিউড বাদশাহ শাহরুখ খানসহ অনেকে ‘নাটু নাটু’ গানে নেচে ভাইরাল হয়েছেন। এবার সেই গানে একটি বিয়ের অনুষ্ঠানে নেচে ভাইরাল হয়েছেন পাকিস্তানি নায়িকা হানিয়া আমির।

এ নায়িকার নাচের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভারতের অনেক গণমাধ্যমে খবরের শিরোনামও হয়।

তবে শুধু গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেই ইতিহাস গড়েনি ‘নাটু নাটু’, অস্কারের ৯৫তম আসরে সেরা গানের মনোনয়ন পেয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত এ গানটি।

আগামী ১২ মার্চ লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বর্ণাঢ্য আসর। ওই আসরে শেষ হাসি হাসতে ‘নাটু নাটু’কে টপকে যেতে হবে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’ এবং ‘দিস ইজ লাইফ’র মতো চারটি ‘জনপ্রিয়’ গানকে।

গত ১১ জানুয়ারি সিনেমায় সেরা মৌলিক গানের গোল্ডেন গ্লোব পুরস্কার পায় নাটু নাটু’ গানটি। এর পর ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও’ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কারের পাশাপাশি ‘নাটু নাটু’র জন্য পায় সেরা গানের পুরস্কার।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম