Logo
Logo
×

বিনোদন

ছেলে ও তার বন্ধুদের নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন কুমার বিশ্বজিৎ 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৪ এএম

ছেলে ও তার বন্ধুদের নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন কুমার বিশ্বজিৎ 

কানাডার টরেন্টোতে ছেলে নিবিড় কুমার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ পরিস্থিতি কোনো বাবাই মেনে নিতে পারেন না। ঠিক তেমনি জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎয়ের ভালো সময় যাচ্ছে না। তবে সেই সড়ক দুর্ঘটনায় ছেলে ও তার বন্ধুদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন নিজস্ব ফেসবুক ওয়ালে। 

মঙ্গলবার রাত ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন কুমার বিশ্বজিৎ।  স্ট্যাটাসে নিজের আহত ছেলে ছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহত নিবিড়ের বন্ধু আরিয়ান, মাহির ও শ্রেয়ার জন্য প্রার্থনা উঠে এসেছে।

জনপ্রিয় এ গায়ক লিখেছেন, জীবন কখনো কখনো অনেক বড় পরীক্ষার অন্য এক নাম।  হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ ফেব্রুয়ারি কানাডার টরেন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে।

নিবিড়ের মতোই বাকি তিনজনকে আমি আমার সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত।

তিনি লেখেন, আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই শোক সহ্য করার শক্তি দেন। আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি, তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার নিবিড়কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবিড় এখনো আইসিইউতে শয্যাশায়ী।’

সবশেষ এ গায়ক লেখেন, এই আকস্মিক ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি আমার সব বন্ধু, পরিচিতজন এবং ভক্তদের কাছে নিবিড়ের জন্য দোয়া/আশীর্বাদ কামনা করছি। আর যারা ইতোমধ্যে নিবিড়ের সুস্থতা কামনা এবং আমার পরিবারের এ দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য দোয়া/আশীর্বাদ করেছেন ও করছেন তাদের কাছে আমি চিরঋণী।’
 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম