Logo
Logo
×

বিনোদন

দৃষ্টিহীন সেই ছাত্রের সঙ্গে দেখা করে যা বললেন আসিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১১ এএম

দৃষ্টিহীন সেই ছাত্রের সঙ্গে দেখা করে যা বললেন আসিফ

কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে গত ৫ ফেব্রুয়ারি একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ঢাকা কলেজের একজন দৃষ্টিহীন শিক্ষার্থী গান গাচ্ছে। ওই শিক্ষার্থীর নাম সাকিব। 

সম্প্রতি ঢাকা কলেজের শিক্ষার্থী সাকিবের সঙ্গে দেখা করেছেন আসিফ। এর পরই তাকে নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। 

আসিফ লিখেছেন— দুনিয়া ঘুরে দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। মানুষ চেনার সক্ষমতাও আছে যথেষ্ট। মর্জি অনুযায়ী সোজাসাপ্টা চলাফেরা আমার অভ্যাস, নিজের অর্জিত শিক্ষা এবং অভিজ্ঞতার ওপর যথেষ্ট ভরসা আছে। কে কীভাবে কী বোঝে সেটি তার নিজস্ব যোগ্যতা, পৃথিবীর সবার কাছে ভালো থাকা অসম্ভব, সেই চেষ্টাও করি না। 

ঢাকা কলেজের দৃষ্টিহীন ছাত্র সাকিবুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছি। আল্লাহ তাকে দৃষ্টিশক্তি দেননি ঠিকই, তার বদলে দিয়েছেন প্রখর ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা। ২০ ফেব্রুয়ারি সাকিবের বয়স ২০ বছর পূর্ণ হবে। পাঁচ বছর আগে মা হারিয়েছে। পৃথিবীর সব প্রতিকূলতা শান্তভাবে মোকাবিলা করার অদ্ভুত শক্তি তার রয়েছে। আমার প্রতিটি কৌতূহলী প্রশ্নের উত্তর দিয়েছে ভাবলেশহীন চিত্তে। স্মার্টনেস তার জন্মগতপ্রাপ্তি। কখনো কখনো মনে হয়েছে সব কিছু তার মাথায় প্রোগ্রামিং করা। চৌকষ সাকিব অনেক বড় স্বপ্ন শুধু দেখে না, ওই অধিকারটুকু সে রাখে।

আসিফ আকবর আরও লেখেন— চারপাশে হরহামেশা বেহুদা চাণক্য দেখেই যাচ্ছি। সাকিবের সঙ্গে সাক্ষাৎ শেষে মনে হয়েছে অনেক দিক পর একজন স্ট্রং পার্সোনালিটির সঙ্গে মিট করেছি, যার সঙ্গে চলতে পারলে নিজেকেও যথেষ্ট আপগ্রেড করা যাবে। ফেসবুক ব্যবহারের স্বার্থকতা খুঁজে পেয়েছি কিছু হারানো বন্ধু ফিরে পাওয়ার মাধ্যমে, অনুরাগীদের সঙ্গে নিজেকে শেয়ার করার মাধ্যমে, সর্বশেষ সাকিবের সঙ্গে পরিচয়ের মাধ্যমে আরও একবার উপকৃত হলাম। শতবার ভেবেছি— সময় নষ্ট না করে ফেসবুকের বাইরে চলে যাব, এসব মায়ায় থেকে গেছি। 

অদম্য সাকিবের আছে শক্তিশালী কণ্ঠ আর যে কোনো নতুনকে দ্রুত আত্মস্থ করার বিরল ক্ষমতা। সাকিব গান গাইবে, আমার সব শক্তি আর সমর্থন তার সঙ্গে থাকবে। পড়াশোনায় মেধাবী সাকিব একদিন এই দেশের মানুষের চোখের মনি হয়ে উঠবে ইনশাআল্লাহ। নিজের দুর্বলতাকে ইতোমধ্যে শক্তিতে রূপান্তরিত করে ফেলেছে সে। যার চোখ দুটো আল্লাহ দেননি সেই ছেলেই গাইছে শকুনের ওপর সতর্ক চোখ রাখার গান। এবার যদি চোখওয়ালাদের দেশপ্রেম কিছুটা জাগ্রত হয়। সাকিবের জন্য দোয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম