Logo
Logo
×

বিনোদন

ব্যস্ততাকে বেশ উপভোগ করছি: কুমার বিশ্বজিৎ

Icon

হাসান সাইদুল 

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৬:৩৪ পিএম

ব্যস্ততাকে বেশ উপভোগ করছি: কুমার বিশ্বজিৎ

জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি স্টেজ শোও করছেন। পুরোনো কয়েকটি গান রিমিক করে নতুনভাবে উপস্থাপন করার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

** এখন স্টেজ শো বেশি হচ্ছে। গত সপ্তাহে কক্সবাজার থেকে শো করে এসেছি। ঢাকাতেও শো ছিল। এখন প্রায় নিয়মিত শো করছি। নতুন গানও তৈরি করছি। সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। এর আগে গত বছর দুটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছি। সেগুলোতে দর্শক সাড়া ভালোই ছিল। নতুন করে আরও কয়েকটি মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নিচ্ছি।

* কোভিড আতঙ্কের পর বর্তমান সময়কে কতটা উপভোগ করছেন?

** আসলে আমরা সংগীতের মানুষ। শুধু ঘরে বসে সব করা সম্ভব নয় আমাদের। কোভিডের কারণে সব কিছু বন্দি হয়ে গিয়েছিল। এখন পৃথিবী বেশ শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। অন্যান্য পেশার মানুষের পাশাপাশি আমরা যারা সংগীত নিয়ে কাজ করি আমাদেরও ব্যস্ততা বেড়ে চলছে। আসলে কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজি। বর্তমান ব্যস্ততাকে বেশ উপভোগ করছি।

* সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, বিশেষ কিছু আসছে। কিসের ইঙ্গিতে এ পোস্ট?

** আসলে আমার সংগীত জীবনের চার দশক পার হলো, এ নিয়ে একটি বিশেষ কাজ হচ্ছে। বিস্তারিত এখনই বলতে চাই না। ঈদুল ফিতরে এটি প্রচারে আসবে। তার আগে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে। ভালো কিছু হচ্ছে এটা বলতে পারি।

* আপনার গাওয়া পুরোনো বেশ কয়েকটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করার যে প্রজেক্ট হাতে নিয়েছিলেন, সেটির অগ্রগতি কতদূর?

** এখন স্টেজ শো ও নতুন গানের ব্যস্ততা আছে। পাশাপাশি পুরোনো গানের প্রজেক্টের কাজটিও করছি। এরই মধ্যে এ প্রজেক্টের কয়েকটি গান প্রকাশ করেছি। সেসব গানে শ্রোতারাও ভালো সাড়া দিয়েছেন। আরও কিছু গান নিয়ে কাজ করছি। পর্যায়ক্রমে এগুলো প্রকাশ হবে।

* বর্তমান গানের জগৎ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

** মানুষের মৌলিক চাহিদা হচ্ছে-অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এরপর বিনোদন। বেঁচে থাকার জন্য বিনোদন দরকার হয়, তবে আগে অন্ন, বস্ত্র ও বাসস্থান। কয়েক বছর ধরে পৃথিবীর যে অবস্থা ছিল তাতে মানুষ আগে বেঁচে থাকার চেষ্টাই বেশি করতেন। এখন যে করেন না বিষয়টি তা নয়। কোভিড মহামারি গেল। তবে নতুন করে নাকি কয়েকটি দেশে আবারও ভাইরাসটি আক্রমণ করেছে। আমাদের দেশে তেমনটি এখনো দেখা যায়নি। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের উত্তাপও কিছুটা কমেছে। মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে। তাই গানের বাজারও এখন ব্যস্ততার দিকে যাচ্ছে। সামনে আরও ভালো কাজ হবে আমার বিশ্বাস।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম