Logo
Logo
×

বিনোদন

বাংলাদেশে এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:২৭ পিএম

বাংলাদেশে এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি ঢাকায় আসেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে প্রদর্শিত হয় তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’।

নিজের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশে এসে সময়টা যে দারুণ উপভোগ করেছেন শ্রীলেখা, সেটি জানিয়েছেন তিনি।  বিশেষ করে বন্ধু, বাংলাদেশের অভিনেত্রী মুক্তির সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন তিনি।

বাংলাদেশে এসে অনেক ঘোরাফেরার পাশাপাশি প্রচুর খাওয়াদাওয়াও যে করেছেন শ্রীলেখা, সেটি আর বলার অপেক্ষা রাখে না। ঢাকায় সুস্বাদু সব খাবার খেয়ে তিন কেজি ওজন বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী। এই তিন কেজি ওজন বাড়ার জন্য শ্রীলেখা দায়ী করেছেন বন্ধু রুমানা ইসলাম মুক্তিকে।

শ্রীলেখার কথায়, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না ৩ কেজি বেড়েছে। এটি রুমানা ইসলাম মুক্তি করেছে।’

উল্লেখ্য, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসেন সিনেমা নিয়ে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম