Logo
Logo
×

বিনোদন

নতুন ফ্ল্যাট কিনলেন শহিদ কাপুর, দাম শুনলে চমকে উঠবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

নতুন ফ্ল্যাট কিনলেন শহিদ কাপুর, দাম শুনলে চমকে উঠবেন

ভারতের মুম্বাইয়ের ওরলি এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। স্ত্রী মীরা রাজপুত ও দুই সন্তান নিয়ে সেখানেই নতুন সংসার শুরু করেছেন তিনি। 

শনিবার নতুন ফ্ল্যাটের বেশ কিছু ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শহিদ।

সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ২০১৮ সালে শহিদ কাপুর ফ্ল্যাটটি কিনেছিলেন। করোনা মহামারির কারণে ফ্ল্যাটে উঠতে দেরি হয়। এর আগে শহিদ ছিলেন জুহুতে। এখন থেকে ওরলির বাসিন্দা তিনি। 

শোনা যাচ্ছে, অভিনেতার নতুন এ ফ্ল্যাটের দাম প্রায় ৫৮ কোটি টাকা। শহিদের ফ্ল্যাটটি ডুপ্লেক্স। ফ্ল্যাটের সঙ্গে রয়েছে চারটি গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম