গেল বছরের একেবারে শেষদিকে এবং চলতি বছরের শুরুতে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর দুটি মৌলিক গান। এরমধ্যে ‘অপরাহ্নে’ শিরোনামের একটি গান লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন পৃথ্বিরাজ-ঋতুরাজের মা দূর্বা চৌধুরী।
নতুন বছরের শুরুতেই প্রকাশিত ‘কোনো মানে নেই’ শিরোনামের গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া খান। এ গানে ফাহমিদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাসলিম হাসান।
এ দুটিসহ আরও বেশ কিছু গান নিয়ে আজ এবং আগামীকাল তিনটি টিভি চ্যানেলে হাজির হবেন বলে জানিয়েছেন ফাহমিদা নবী। এদিকে আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। এ উপলক্ষ্যে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে এবং রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবেন ফাহমিদা নবী।
আগামীকাল রাত ১১টা ১৫ মিনিটে এনটিএন বাংলায় সরাসরি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। ফাহমিদা নবী বলেন, ‘আমার জীবনে খুব বেশি চাওয়া নেই। মৃত্যুর পরও যেন আমার গাওয়া গান যুগের পর যুগ মানুষ আগ্রহ নিয়ে শোনেন সেই স্বপ্ন আর আশা থেকেই এখনো ভালো ভালো গান করার চেষ্টাটাই আছে আমার মাঝে।’