Logo
Logo
×

বিনোদন

বিরাটের জন্মদিনে যে বার্তা দিলেন আনুশকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৩:৩৬ এএম

বিরাটের জন্মদিনে যে বার্তা দিলেন আনুশকা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একজন সফল ক্রিকেটার। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা তার ক্যারিয়ারে সফল। দুজনেই কাজের কারণে ব্যস্ত সময় পার করেন। তবুও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। কাজ ও ব্যক্তিগত বিভিন্ন কারণে নিয়মিতই সংবাদমাধ্যমের শিরোনাম হন এ দম্পতি।
 
৫ নভেম্বর ৩৫ বছরে পা দিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। আর এ কারণেই আলোচনায় এ দম্পতি। আনুশকা স্বামী বিরাটের জন্মদিনে একাধিক মজার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটা তোমার জন্মদিন ভালোবাসা, আমি তোমার সেরা ছবিগুলো তুলি। সঙ্গে হৃদয়ের ইমোজি। তুমি যা যেমন সেভাবেই ভালোবাসি।’

আনুশকার এই পোস্টে ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘এই মুখটা’, সঙ্গে রয়েছে হাসির ইমোজি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা এসব ছবিতে বিরাট-আনুশকার কন্যা ভামিকাকেও দেখা গেছে।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা ও পরিচয় বিরাট-অনুশকার। এরপর চার বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন এ জুটি। গত বছরের জানুয়ারিতে আনুশকার কোলজুড়ে আসে কন্যা ভামিকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম