Logo
Logo
×

বিনোদন

যে কারণে স্কুলের গণ্ডি পেরোতে পারেননি আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:১৭ পিএম

যে কারণে স্কুলের গণ্ডি পেরোতে পারেননি আলিয়া

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে এক জন হচ্ছেন আলিয়া ভাট। বলিউডের ক্ষমতাশীল ভাট পরিবারের মেয়ে তিনি। নিজের অভিনয়শৈলী দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন তিনি। 

তবে এই অভিনেত্রীর জীবনে চমকে দেওয়ার মতো একটি বিষয় রয়েছে, যা অনেকেরই অজানা। আর তা হলো আলিয়া আসলে দশম শ্রেণি পাশ! পরীক্ষায় ৭১ শতাংশ নাম্বার পেয়েও উচ্চশিক্ষা অসমাপ্তই রয়ে গেছে তার! কিন্তু কেন?

এক সাক্ষাৎকারে স্কুলের গণ্ডি পার করতে না পারার কারণ জানালেন আলিয়া। বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানসহ পরিবারের সকলেই সিনেমা জগতের মানুষ। তাই মাত্র আড়াই বছর বয়স থেকেই আলিয়ার ইচ্ছে ছিল অভিনয় জগতে আসবেন। সেটিই তার একমাত্র জায়গা। অবশেষে বলিউডকেই নিজের ঠিকানা বানালেন আলিয়া।  

নিজের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আলিয়া জানান, যমনাবাই নরসি স্কুলে পড়তেন তিনি কিন্তু বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে তার পরিবারের সদস্যরাও কোনোরকম চাপ প্রয়োগ করেনি। তারাও আলিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, যা তাকে অনেকটা নির্ভর করেছে নিজের ক্যারিয়ারের দিকে অগ্রসর হতে। 

তবে শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, বই পড়তে খুব ভালোবাসেন এই অভিনেত্রী। নিজের অবসর সময়ে অনেক বই পড়েন বলেও জানান তিনি। এ বছরের ১৪ এপ্রিল বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থা খুলেছেন আলিয়া। তার প্রযোজনায় তৈরি হয়েছে ‘ডার্লিংস’। এ ছাড়াও হলিউডে ডেবিউ করেছেন আলিয়া। তার প্রথম হলিউড ফিল্ম ‘হার্ট অফ স্টোন’ স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম