অভিনেত্রী ফারজানা ছবির তার অভিনয় জীবনের শুরু থেকে শুধু প্রাপ্তি আর প্রাপ্তিই যেন ঘটছে নানানভাবে, নানান রঙ্গে।
ফারজানা ছবিকে সবাই একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবেই জানেন। কিন্তু এবার তার জীবনে নতুন আরেক পরিচয় যুক্ত হলো। বাংলাদেশ বেতারের ‘অনুষ্ঠান ঘোষক’ হিসেবে তার যাত্রা শুরু হলো।
এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষণার কাজ শুরু করলাম। নতুন এক আনন্দময় সম্মানজনক প্রাপ্তিযোগ। আবৃত্তি ও অ্যানাউন্সমেন্টে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত হওয়ার নেপথ্যে অনুপ্রেরণা জুগিয়েছেন প্রিয় যাত্রী আপা, আর প্রস্তুতিতে সার্বিক সহযোগিতা করেছেন কামাল ভাই। এ দুজনার আন্তরিক অবদান ভোলার নয়।’
এদিকে নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করছেন ফারজানা ছবি।