Logo
Logo
×

বিনোদন

শারীরিক প্রতিবন্ধী ভক্তের চিকিৎসার দায়িত্ব নিলেন অনন্ত-বর্ষা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৪:২০ এএম

শারীরিক প্রতিবন্ধী ভক্তের চিকিৎসার দায়িত্ব নিলেন অনন্ত-বর্ষা

শারীরিক প্রতিবন্ধী ভক্ত রানা আহমেদের ডাকে সাড়া দিয়ে বগুড়ার কাহালুর প্রত্যন্ত জামগ্রামের কালিপাড়ায় এসেছিলেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা।

ফেসবুকে দেওয়া কথা অনুসারে তাদের চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ মুক্তি উপলক্ষে তারা বৃহস্পতিবার  ঢাকা থেকে হেলিকপ্টারে উড়াল দিয়ে এখানে আসেন। ভক্তের সঙ্গে দুপুরের খাওয়া শেষে বিকালে ভক্তকে নিয়ে জলিল-বর্ষা বগুড়া শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে এসে চলচ্চিত্র উপভোগ করেন। তিনি বিদেশে রানার চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও তাৎক্ষণিক দুই লাখ টাকা দেন।

অনন্ত জলিল আরও বলেন, তিনি রানাকে ঢাকায় নিয়ে যাবেন। পাসপোর্ট করার পর চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাবেন। আমি চেষ্টা করবো রানার সুস্থ হওয়ার বিষয়টি মহান আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করছে। 

তিনি উপস্থিত জনগণের কাছে দোয়া চান ও তাদের মধুবন সিনেপ্লেক্সে তার ছবি দেখার আমন্ত্রণ জানান।

নায়িকা বর্ষা তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি গ্রামের মেয়ে; গ্রামেই বড় হয়েছেন। রানার জন্য আবারো গ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে।

পরে অনন্ত জলিল, স্ত্রী বর্ষা ও রানাকে হেলিকপ্টারে নিয়ে শহরের মধুবন সিনেপ্লেক্সে আসেন। দর্শকদের সঙ্গে চলচ্চিত্র উপভোগ শেষে ভক্ত রানার হাতে দুই লাখ টাকা তুলে দেন।


 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম