Logo
Logo
×

বিনোদন

হঠাৎ পরীমনির জন্য বিশেষ উপহার পাঠালেন তিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৭:০৮ পিএম

হঠাৎ পরীমনির জন্য বিশেষ উপহার পাঠালেন তিশা

শিগগিরই মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এ আলোচিত নায়িকা পরীমনি। প্রথম সন্তানের অপেক্ষায় পরীমনি ও শরিফুল রাজ।

আর পরীর এই মাতৃত্বকালীন সময়ে ভালোবাসাস্বরূপ হঠাৎ বিশেষ উপহার পাঠিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  

সে খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা পরীমরি নিজেই। 

তিশার পাঠানো উপহারের ছবি শেয়ার করে ফেসবুকে পরী লিখেছেন, ‘তিশা আপুর কাছ থেকে ভালোবাসা পেলাম। তোমাকে ভালোবাসি।’

পরীমনির জন্য হলুদ রঙের একটি শাড়ি, কয়েক রকম ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিশা। 

ফারুকী-তিশা দম্পতির সঙ্গে পরীর সম্পর্ক দারুণ। ফারুকীর পরিচালনায় একটি কাজও করেছিলেন পরীমনি। মাতৃত্বকালীন সময়ে পরীর খোঁজখবর নেন তিশা। 

তিশা নিজেও মাতৃত্বের স্বাদ নিয়েছেন।দীর্ঘ এক যুগ ধরে সংসার করার গত ৫ জানুয়ারি ফুটফুটে কন্যাসন্তানের মা হন তিনি।  নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। 

বিশেষ এই সময়ে নারীদের শরীর ও মনের অবস্থা কেমন থাকে তা ভালোই জানা তিশার।  তাই পরীর জন্য ভালোবাসা পাঠাতে ভুল করলেন না এ অভিনেত্রী।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম