Logo
Logo
×

বিনোদন

২৭ বছরেই না ফেরার দেশে সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০২:৪৯ পিএম

২৭ বছরেই না ফেরার দেশে সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া

মাত্র ২৭ বছরেই চলে গেলেন সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্টঅ্যাটাকই তার মৃত্যুর কারণ বলে জানা গেছে।

২০১৮ সালে গ্লেসি মিস ব্রাজিল হয়েছিলেন। সোমবার এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। 

জানা গেছে, গত দুই মাস ধরে তিনি কোমায় ছিলেন। টনসিলের অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পরেই তার রক্তক্ষরণ শুরু হয়। গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার পর কোমায় চলে যান। গত সোমবার তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

গ্লেসির পারিবারিক বন্ধু লিডিয়ানে আলভেস জানিয়েছেন, ‘গ্লেসি কোরিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দারুণ মানুষ ছিল গ্লেসি।’
 
পেশাদার মডেল, বিউটিশিয়ান গ্লেসির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ইনস্টাগ্রামে ৫৬ হাজারেরও বেশি ফলোয়ার ছিল তার। ব্রাজিলের এক ছোট্ট শহর ম্যাকাওতে জন্ম গ্লেসির। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই সুন্দরীর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম