Logo
Logo
×

বিনোদন

‘ও বাবু রে’, প্রথমবার গাইলেন মুনা, ডন ও প্রিয়া অনন্যা

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৪:১৩ এএম

‘ও বাবু রে’, প্রথমবার গাইলেন মুনা, ডন ও প্রিয়া অনন্যা

সংগীতাঙ্গনে মাঝে মধ্যে স্টেজ শো সেটে দেখা গেলেও, প্রথমবার একটি আইটেম গান গাইলেন মুনা চৌধুরী। এরই মধ্যে নির্মিত হয়েছে গানটির ভিডিও। গানটির শিরোনাম ‘ও বাবু রে’। 

এটির গীতিকার ও সুরকার রানা শেখ। সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ।

গানটি ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটিতে মডেল হিসেবে ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় ভিলেন ও অভিনেতা ডন এবং তার বিপরীতে প্রিয়া অনন্যা।

মুনা বলেন, এই প্রথম নিজের মতো করে নিজের একটি গান আপনাদের সামনে নিয়ে আসছি। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ। আমি বলব- এটি নিঃসন্দেহে এক অসামান্য সৃষ্টি হতে যাচ্ছে। সবাই শুনলেই বুঝতে পারবেন, পুরো গানটি আসলেই আয়নার মতো হয়েছে। তা ছাড়া আশা করি শ্রোতাদের বেশ ভালো লাগবে।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ঈদের আগে যে কোনো দিনে একটি চ্যানেলে প্রকাশ পাবে কণ্ঠশিল্পী মুনার গান ‘ও বাবু রে’। গানের কথাগুলো অনেক সুন্দর। মুনার গায়কী অসাধারণ। আশা করছি গানটি দর্শকদের কাছে সাড়া ফেলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম