Logo
Logo
×

বিনোদন

চলে গেলেন সিরাজ হায়দার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৮, ১২:২৭ এএম

চলে গেলেন সিরাজ হায়দার

হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিরাজ হায়দার। (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিরাজ হায়দারের বড় ছেলে নাট্যনির্মাতা লেলিন হায়দার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর ৬টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। সবাই বাবার জন্য দোয়া করবেন।

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে আজ বাদ জোহর এফডিসিতে নেয়া হবে সিরাজ হায়দারের মরদেহ।

সিরাজ হায়দার তার অভিনয় জীবনে ৪০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। ১৯৭২ সালে সহকারী পরিচালক হিসেবে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। রুপালি পর্দার পাশাপাশি মঞ্চেও সমানভাবে অভিনয় করেছেন সিরাজ হায়দার। মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেক নাটকের নির্দেশনা দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম