Logo
Logo
×

বিনোদন

তারকাবহুল ধারাবাহিক ‘দৌড়-দ্য ট্রেন্ডি’

Icon

বিনোদন প্রতিবেদন 

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০২:০১ এএম

তারকাবহুল ধারাবাহিক ‘দৌড়-দ্য ট্রেন্ডি’

বৈশাখী টিভির তারকাবহুল ধারাবাহিক ‘দৌড়-দ্য ট্রেন্ডি’ । জাকির হোসেন উজ্জ্বলের রচনা এবং ফরিদুল হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন- ডা. এজাজুল ইসলাম, মারজুক রাসেল, শামীমা নাজনীন, ওলিউল হক রুমি, উর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা ইসলাম, জামিল হোসাইন, মিলন ভট্ট, ফারজানা রিক্তা, স্বর্ণলতা, সিয়াম নাসির, আয়েশা নাফিসা, নুসরাত, জান্নাত রুহি , সঞ্চিতা দত্ত, টুটুল চৌধুরী, জামাল রাজা, হারুন রশিদ, হানিফ পলোয়ান, বেলাল আহমেদ মুরাদ, সাজু আহমেদ প্রমুখ। এটি প্রচার হচ্ছে সপ্তাহে তিন দিন- শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০  মিনিটে।

নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে পরিচালক ফরিদুল হাসান বলেন, তথ্যপ্রযুক্তি যুগের সমসাময়িক ঘটনাই নাটকের মূল উপজীব্য। চলে একে অপরকে ডিঙ্গিয়ে যাবার প্রাণান্তকর প্রতিযোগিতা। ইটকাঠের এই শহরে নগর জীবনে অভ্যস্ত প্রতিটা মানুষেরই থাকে প্রচণ্ড তাড়া। এখানে সুর্য উঠার পর থেকেই ছুটে চলা শুরু হয় মানুষের।

চলতে থাকে মধ্যরাতের দ্বিপ্রহরেও। ব্যস্ত মানুষের সঙ্গে ছুটে চলে ছোট বড় গাড়িগুলো। পিচঢালা রাজপথে ক্লান্ত গাড়ির চাকাগুলো ঘুরতে ঘুরতে বিশ্রাম নেয় সিগন্যাল অথবা জ্যামজটে। তারপর আবার ছুটতে থাকে গন্তব্যে। কেউ ছুটে চলে অফিসে, কেউ বাজারে, কেউ ব্যবসায়, কেউবা বিনোদনের নেশায় অথবা কেউ স্বপ্নের পেছনে। মানুষ থেকে মানুষে এই ছুটে চলা কখনো থেমে থাকে না। ছোটতে থাকে ফোরজি ফাইভজির গতিতে অবিরাম।

প্রাত্যাহিক জীবনে অনলাইন, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক নানান রকম বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানুষ। নিত্য-নতুন হাল ফ্যাশন আর আধুনিকতার ছোঁয়ায় এমনই সব ট্রেন্ড এসে ভর করছে নাগরিক জীবনে। নানা বিষয় নিয়েই নাটকটির গল্প তৈরি হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম