Logo
Logo
×

বিনোদন

‘কোটি টাকা কাবিনে’ ডিপজলের ছেলের বিয়ে!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২২, ০২:৩৩ পিএম

‘কোটি টাকা কাবিনে’ ডিপজলের ছেলের বিয়ে!

‘কোটি টাকা কাবিন’ নামে সিনেমা করেছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আর সেই সিনেমার প্রভাব পড়ল তার পারিবারিক জীবনেও।

কোটি টাকার কাবিনে নিজের বড় ছেলেকে বিয়ে করালেন ডিপজল।

শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

জমকালো এ আয়োজনের উপস্থিত থাকবেন ১০ হাজার অতিথি!

গত ৮ জুন সন্ধ্যায় রাজধানীর মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন। 

এর আগে গত ৫ জুন সাভারে লাজ পল্লীতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে সৌমিক-তাসফিয়ার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। 

মহা ধুমধামে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান এখন মিডিয়া পাড়ার আলোচনায়।  

জানা গেছে, ছেলে সাদ্দাম সৌমিক অমিকে বিয়ে করিয়েছেন ডিপজল। কনের নাম কাজী তাসফিয়া। চাঁদপুরের এক রাজনৈতিক পরিবারের মেয়ে তাসফিয়া। প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী ও প্রিন্স গ্রুপের পরিচালক কাজী মানিকের মেয়ে তিনি।

তাসফিয়াদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। সেখানে তরপুরচন্ডী কাজীবাড়ি তার পৈত্রিক ভিটা।

কাজি তাসফিয়ার আরেকটি পরিচয় তিনি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের (সাবেক সাখুয়া) সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান মনা খার মেয়ের ঘরের নাতনি। মনা খার একমাত্র মেয়ে স্বপ্না বেগমের কন্যা কাজি তাসফিয়া। 

এ বিষয়ে ডিপজল বলেন, ‘করোনার কারণে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, আমার চলচ্চিত্রের সহকর্মী, রাজনৈতিক ও ব্যবসায়িক বন্ধুদের বলতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই এবার সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করছি। সবাই আমার ছেলে ও বউমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, অভিনেতা ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এর আগে ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এ অভিনেতা। এবার বড় ছেলেকে বিয়ে করালেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম