Logo
Logo
×

বিনোদন

নতুন নাটক রংয়ের মানুষ ঢংয়ের খেলা

Icon

বিনোদন প্রতিবেদন 

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৫:১৬ এএম

নতুন নাটক রংয়ের মানুষ ঢংয়ের খেলা

চ্যানেল আইতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রংয়ের মানুষ ঢংয়ের খেলা’। তরুণ তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলার গল্প, সীমা ছাড়া কল্পনার আর পাগলের মতো ভালোবাসার গল্পে নির্মিত এ ধারাবাহিকের গল্প লিখেছেন ইবনে হাসান খান।

চিত্রনাট্য ইউসুফ আলী খোকন এবং পরিচালনায় সোহেল হাসান। 

এতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, মাহমুদুল ইসলাম মিঠু, আইরিন আফরোজ, রোবেনা রেজা জুঁই, ওয়ালিউল হক রুমি, শানারেই দেবি শানু, মোমেনা চৌধুরী, শিরিন আলম, উজ্জল মাহমুদ প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম