Logo
Logo
×

বিনোদন

অবশেষে বিয়ে করলেন পপি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২২, ০২:৪৫ পিএম

অবশেষে বিয়ে করলেন পপি

কার পার্কিংয়ের সময় প্রথম দেখা। তার পর বন্ধুদের মাধ্যমে যোগাযোগ। এর পর চুটিয়ে প্রেম। দীর্ঘ প্রণয়ের পর বিয়েবন্ধনে আবদ্ধ হলেন ভারতের ছোটপর্দার তারকা অভিনেতা করণ গ্রোভার ও পপি জব্বল।

ভারতের বিনোদনভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে— করণ-পপির সম্পর্ক প্রায় এক দশকের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুগল তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, ৩১ মে বিয়েরপিঁড়িতে বসেছেন করণ-পপি।

ছবিতে দেখা যায়, করণ পরেছেন আইভরি শেরওয়ানি ও গোলাপি টোপর। আর পপি পরেছেন সাদা লেহেঙ্গা, সঙ্গে স্লিভলেস চোলি, মাথায় দোপাট্টা সংযুক্ত।

অভিনেতা সুধাংশু পান্ডে, সানি সিং, সাহিল আনন্দসহ অনেক তারকা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

কার পার্কিং করার সময় পপির সঙ্গে প্রথম দেখা হয়েছিল করণ গ্রোভারের। এর পর বন্ধুদের মাধ্যমে পরিচয়, পরে প্রেম। এর আগে অভিনেত্রী কবিতা কৌশিকের সঙ্গে সম্পর্ক ছিল করণের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম