জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ নাটক ও সিনেমার অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের এই ব্যস্ততার মধ্যেই তিনি কিছু ভিন্নধর্মী কাজের সঙ্গেও যুক্ত থাকেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ অটিস্টিক শিশু কিশোরদের মানসিক এবং অন্যান্য বিকাশের জন্য ‘সুন্দরম’ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন।
সেই প্রতিষ্ঠানের কাজে যুক্ত আছেন ফারুক আহমেদ। অটিস্টিকদের নিয়ে নাটক নির্মাণসহ নিয়মিত কিছু কাজে যুক্ত থাকেন তিনি। এবার সারা দেশ থেকে অটিস্টিক শিশুদের নিয়ে একটি ওয়ার্কশপ শুরু হয়েছে ঢাকায়। তাতে ফারুক আহমেদ একজন প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, অটিস্টিক শিশু-কিশোরদের সার্বিক জীবনমান উন্নয়নে অনেকদিন ধরেই কাজ করছি। এবার ওদের জন্য ওয়ার্কশপও পরিচালনা করছি। বেশ ভালো লাগছে।
এদিকে অভিনয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তার অভিনীত ৭টি ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। এছাড়া আগামী ৩ জুন অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই তাকে অভিনয়ে দেখা যাবে। এছাড়া একই পরিচালকের ‘কানামাছি’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করেছেন ফারুক আহমেদ।