Logo
Logo
×

বিনোদন

হলিউড নিয়ে শাহরুখ খানের ১৪ বছর আগের ভিডিও ভাইরাল!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৬:১৬ পিএম

হলিউড নিয়ে শাহরুখ খানের ১৪ বছর আগের ভিডিও ভাইরাল!

তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুর বিস্ফোরক মন্তব্য নিয়ে বলিউডে যখন হুলস্থূল, তখন হঠাৎ করেই সামনে এলো শাহরুখ খানের ১৪ বছর আগের এক ভিডিও ক্লিপ। দু’টি ভিডিও পাশাপাশি রেখে শাহরুখ খানের প্রশংসার পাশাপাশি অনেকেই সমালোচনা করছেন মহেশ বাবুর। 

সম্প্রতি ভাইরাল হওয়া পুরোনো ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহরুখ খান জার্মানির বার্লিনে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।  নিজের সীমাবদ্ধতার কথা সবার সামনেই জানিয়ে বলছেন, ‘হলিউডে কাজ করার যোগ্য নই আমি।’

কিন্তু কেন এমন বললেন কিং খান? কারণ শুনলে আরও চমকে উঠতে হয়। ‘বলিউড বাদশা’ মাথা উঁচু করে বলছেন, ‘আমার ইংরেজি ভাল নয়। লোকে হেসে ফেলবে।’

হলিউডে যাওয়ার কি কোনো পরিকল্পনা আছে কি না শাহরুখ খানকে ওই ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল।  

সোজাসাপ্টা উত্তরে শাহরুখ বলেন, ‘যদি আমাকে বোবা ব্যক্তির চরিত্রে অভিনয় করতে বলা হয়, তবে চেষ্টা করতে পারি। আমি বেশি বিনয়ী হওয়ার চেষ্টা করছি না। তবে আমার তো ৪২ বছর বয়স হল, গায়ের রংও বাদামী। অভিনেতা হিসেবে আমার এমন কোনো বিশেষ খ্যাতি নেই, যা দেখে হলিউড আমায় নিতে চাইবে। কুংফু জানি না, লাতিন সালসা নাচতে পারি না, যথেষ্ট লম্বাও নই। পশ্চিমা দুনিয়ায় স্বপ্নের কারখানার মতো যে সব ছবি তৈরি হয়, তাতে আমায় মানাবে না।’

সম্প্রতি বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। তাকে বহন করার মতো সামর্থ্য বলিউডের নেই মনে করেন এ অভিনেতা।  

তবে বিতর্কের মধ্যেই সুর পাল্টিয়েছেন মহেশ।  এবার তিনি জানালেন, প্রস্তাব পেলে হিন্দি সিনেমায় কাজ করবেন।  বলিউডকে তাচ্ছিল্য করে তার সেসব মন্তব্য নাকি মজার ছলে করা।

 

এদিকে মহেশ বাবুর ‘বলিউড ক্যানট অ্যাফোর্ড মি’ মন্তব্য ভাইরাল হওয়ার পরে নিজেই একটি বিবৃতি দিয়েছেন তিনি। 

ওই বিবৃতিতে বলা হয়, তিনি সব ভাষাকেই ভালোবাসেন এবং সম্মান করেন। তার দলও স্পষ্ট করতে চেয়েছে, মহেশ বাবুর বলিউডকে খাটো করার উদ্দেশ্য ছিল না। অভিনেতা নাকি শুধু বলতে চেয়েছিলেন, তেলুগু ছবিতে অভিনয় করেই তিনি খুশি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম