Logo
Logo
×

বিনোদন

ঈদে যেভাবে পরীমনির আশা পূরণ করলেন রাজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২, ১০:২৩ এএম

ঈদে যেভাবে পরীমনির আশা পূরণ করলেন রাজ

পরীমনি ও রাজ। ফাইল ছবি

ঢালিউড সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনির জীবনে বড় ঝড় বয়ে গেছে। বোট ক্লাব কাণ্ড, মাদক মামলায় গ্রেফতার, কারাগার ও বিয়ে সবকিছু একই পঞ্জিকা বর্ষে ঘটেছে। 

বিয়ের পর কিছুটা থিতু হতে চাইছেন পরীমনি। সন্তানও নিয়েছেন। কিছুদিন পরই তার ও রাজের ঘর আলো করবে সন্তান।

বিয়ের পর রাজ পরীর এটাই প্রথম ঈদ। ঈদুল ফিতরে পরীমনি বায়না ধরেছিলেন ঘুরতে যাওয়ার। স্ত্রীর ইচ্ছে অনুযায়ী তাকে নিয়ে কক্সবাজার বেড়াতে গেছেন রাজ।

সোমবার সকালে পরীমনি বিমানবন্দরের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি কোথায় যাচ্ছেন, কিছুই বলেননি।  

পরে জানা যায়, পরী রাজ এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন। থাকবেন আরও কটা দিন। তারা দুজন এবারের ঈদের সময়টা কক্সবাজারে উদ্‌যাপন করবেন।

এ বিষয়ে পরীমনি বলেন, সমুদ্রের বিশালতা আমাকে বরাবরই টানে। রাজ ও আমি ঠিক করে রেখেছিলাম, কক্সবাজারে ঈদের সময়টা থাকব। নিরিবিলি কয়েকটা দিন নিজেদের মতো কাটিয়ে আবার ঢাকায় ফিরব।

এদিকে রাজ বলেন, পরীমনির জেলজীবন তার মনে বড় রেখাপাত করেছে। সে ছাড়া পাওয়ার পর আমরা আবার বিয়েও করে ফেলি। পরীর আশা ছিল বিয়ের পর প্রথম ঈদ কক্সবাজারে কাটাবে। তাই ওর আশা পূরণ করতে কক্সবাজার চলে এসেছি।

পরীমনি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন চরকি প্রযোজিত ‘গুণিন’ সিনেমায়। এতে অভিনয় করতে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন ও বিয়ে করেন। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন ঢালিউডের আলোচিত নায়িকা।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম