মাতৃত্বের প্রথম অনুভূতি কেমন জানালেন কাজল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১২:৫৯ পিএম
![মাতৃত্বের প্রথম অনুভূতি কেমন জানালেন কাজল](https://cdn.jugantor.com/assets/news_photos/2022/04/21/image-543799-1650529820.jpg)
ফাইল ছবি
গত ১৯ এপ্রিল প্রথমবারের মতো মা হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সন্তান জন্মদানের পর মাতৃত্ব ও প্রসবের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। জানিয়েছেন ভালো লাগা ও কী কী সমস্যার মুখোমুখি হয়েছেন।
বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে কাজল জানান, ‘আমার সন্তান নীলকে এই পৃথিবীতে স্বাগত জানাতে পেরে আমি উত্তেজিত ও উচ্ছ্বসিত। নীলের জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে সাদা শ্লেষ্মা ঝিল্লি এবং প্ল্যাসেন্টা দিয়ে আবৃত আমার বুকে নীলকে ধরে রাখার অনুভূতিটাই অন্যরকম। ঠিক এই মুহূর্তটি আমাকে ভালোবাসার গভীরতম সম্ভাবনা বুঝতে সাহায্য করেছে। শুধু তাই নয়, আমার দায়িত্ব সম্পর্কে উপলব্ধি করেছে।’
মাতৃত্বের অনুভূতি প্রকাশে জনপ্রিয় এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘৩টি নিদ্রাহীন রাত, যা অবশ্যই সহজ ছিল না।ভোরবেলা থেকে রক্তপাত, অনিশ্চয়তা সবকিছু ঘিরে ছিল উদ্বেগ। সকাল-বিকাল একে অপরের দিকে তাকিয়ে থাকা, মিষ্টি আলিঙ্গন, অরাধ্য ছোট্ট চুম্বন, একে অপরকে আবিষ্কার করা। ’