
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম
লিজার ভ্যালেন্টাইন চমক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪ পিএম

আরও পড়ুন
প্রথমবারের মতো দেশের বাইরে থেকে গান-ভিডিও তৈরি করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা লিজা।
এক যুগের ক্যারিয়ারে ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনো’, ‘যাবি কত দূরে’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন সানিয়া সুলতানা লিজা।
গত নভেম্বরে আমেরিকায় নিউইয়র্ক থেকে গান-ভিডিওটি করেন লিজা। যার শিরোনাম ‘চাই তোমায়’। এটির সুর ও সংগীতায়োজন করেছেন সেখানে বসবাসকারী বাংলাদেশের তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। কথা লিখেছেন শিমুল এসবি।
লিজা বলেন, ‘এবার আমেরিকায় গিয়ে আমি বেশ কিছুদিন ছিলাম। হঠাৎ মাথায় আসে সেখানে বসে একটি গান-ভিডিও তৈরির। তারপর নাভেদের সঙ্গে কথা বলি। সে সেখানে থাকাতে কাজটা সহজ হয়ে যায়। এটা আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। নিউইয়র্কে বসে পুরো গান-ভিডিও তৈরির প্রক্রিয়াটি আমি বেশ উপভোগ করেছি। শ্রোতাদেরও মনে ধরবে আশা করি।
এই গায়িকা আরও জানান, ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ১২ বা ১৩ ফেব্রুয়ারি ইউটিউবে নিজের নামে খোলা চ্যানেল থেকে ‘চাই তোমায়’ উন্মুক্ত করবেন তিনি।