নায়কের কাছেই ভিলেন পরাজিত হন। সিনেমার শেষে ভিলেনের শাস্তি নিশ্চিত করার সফল সমাপ্তি ঘটে। শিল্পী সমিতির নির্বাচনেও যেন সিনেমার চিরাচরিত দৃশ্যটাই ঘটল।
একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেলেন সময়ের সেরা খল অভিনেতা মিশা সওদাগর।
শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে ফলাফল মিলল, ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।
হেরে গেলেও ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন জানাতে ভুলেননি মিশা।
জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চনের জয়ের মালা পরা ছবি পোস্ট করে ক্যাপশনে মিশা সওদাগর লিখলেন,‘কংগ্রাচুলেশন (অভিনন্দন)’।
মিশা সওদাগরের ফেসবুক পোস্টটি তার ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছেন।
এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷
প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জায়েদ খান। এবারে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।