Logo
Logo
×

বিনোদন

‘যা-ই বলেন ডিপজল একজনই’(ভিডিও)

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১১:৫১ এএম

‘যা-ই বলেন ডিপজল একজনই’(ভিডিও)

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সম্প্রতি শেষ হলো তার প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি'র শুটিং। যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের প্রথম ওয়েব সিরিজ ও চলচ্চিত্রসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডিপজল। 

যুগান্তর : ব্যক্তি ডিপজল ও পর্দার ডিপজলকে কীভাবে মূল্যায়ন করবেন?
ডিপজল : ব্যক্তি বা অভিনেতা যা-ই বলেন ডিপজল একজনই। সাধাসিধে জীবনযাপন করতে পছন্দ করি। পর্দায় চরিত্রের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভন্ন রূপে হাজির হয়েছি। যখন খলচরিত্রে অভিনয় করতাম তখন দর্শক আমাকে গ্রহণ করেছেন। এখন আমার ইতিবাচক চরিত্রও তারা পছন্দ করছেন। ব্যক্তি ডিপজলের কোনো পরিবর্তন নেই।
 
যুগান্তর : একজন শিল্পীর চলাফেরা, আচার-আচরণ কেমন হওয়া উচিত?

ডিপজল : শিল্পীর চলাফেরা হবে অন্য মানুষের চেয়ে একটু আলাদা। ভিন্ন সময়ে অনেকেই বিতর্কিত হয়েছেন। এগুলো মোটেও ঠিক না। তাদের কারণে অন্য সবার বদনাম হয়। ইন্ডাস্ট্রির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

যুগান্তর : মান্না-ডিপজল জুটি সম্পর্কে...

ডিপজল : কথাবার্তা, অভিনয়-সব দিক দিয়ে মান্নার সঙ্গে আমার জমতো ভালো। আমরা তাকে অকালে হারিয়ে ফেললাম। বর্তমানে যারা কাজ করছেন তাদের কারো সঙ্গে সেরকম জুটি এখনো গড়ে ওঠেনি। ভবিষ্যতে হতেও পারে।

যুগান্তর : দর্শকদের কিছু বলতে চান?
ডিপজল : দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা হলে গিয়ে বাংলাদেশের ছবি দেখেন। আপনারা ছবি দেখলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে। এরসঙ্গে সম্পৃক্ত মানুষগুলোও ভালো থাকবে। আমার বিশ্বাস, আপনারা আগের মতো এখনো আমাদের পাশে আছেন, থাকবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম