Logo
Logo
×

বিনোদন

মা হতে যাচ্ছেন পরিমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৪:৫৯ পিএম

মা হতে যাচ্ছেন পরিমনি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হতে যাচ্ছেন। সোমবার দুপুরে গণমাধ্যমকে নিজেই  তিনি এ খবর জানিয়েছেন। 

 সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। 

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’-এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি।

এ বিষয়ে পরীমনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। সোমবার দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি। 

তিনি আরও বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।

এদিকে সোমবার দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শরিফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ। এই পোস্টে পরীমনিকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। 

গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’-এর সেটে প্রেমে পড়েন তারা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম