
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এএম
বাংলাভিশনে ‘বউ দৌড়’ প্রতিযোগিতা

বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪৬ এএম

আরও পড়ুন
৬ ডিসেম্বর থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’। মানস পালের রচনা ও শাম্স করিমের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শতাব্দী ওয়াদুদ, রোবেনা রেজা জুঁই, রিমি করিম, শামীম জামান, সমাপ্তী মাসুক, তারিক স্বপন, স্বর্নলতা, শফিক খান দিলু, নওশিন ইসলাম দিশা, শহিদুল্লাহ সবুজসহ অনেকে।
এ নাটক প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, নাটকের গল্পটি খুবই ভালো। মোশাররফ করিম ডিভি লটারিতে আমেরিকায় গিয়ে দীর্ঘ দশ বছর পর দেশে ফিরেন। এলাকার মহিলাদের কদর বাড়াতে বউ দৌড় প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন তিনি। বউ দৌড় নিয়ে চারিদিকে শোরগোল পড়ে যায়। যারা এখনো বিয়ে করেননি তারা তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নেন। এলাকার চেয়ারম্যান নানাভাবে অপপ্রচার চালিয়ে বউ দৌড় প্রতিযোগিতা বন্ধ করতে চান। নানান মজার ঘটনায় এগিয়ে যায় ধারাবাহিক নাটকের গল্প। আশা করি, দর্শকের ভালো লাগবে।